Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪,

ফরিদপুরে পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৮:৩৯ পিএম


ফরিদপুরে পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদপুরে সুস্থ জীবন গড়ার আহ্বানে রিকশা ও অটো শ্রমিকদের মধ্যে পরিষ্কার (নতুন) পোষাক বিতরণ করা হয়েছে।

এছাড়া দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় স্বাস্থ্য সেবা প্রদান করেন।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করে। বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারে এক বছর আগে যাত্রা শুরু করা বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিষ্ঠানটি শহরের নীলটুলিস্থ মুজিব সড়কের কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানা সামাজিক কর্মসূচি পালন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেড় শতাধিক মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বি-৭১ গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম সুমন, বি-৭১ ডায়াগনস্টিক সেন্টারের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!