Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পরীক্ষার ফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তালা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৮:৪৬ পিএম


পরীক্ষার ফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তালা

এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন অকৃতকার্য একদল ক্ষুব্ধ  শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে দিকে শিক্ষা বোর্ডের মূল গেটে তালা ঝুলিয়ে দেন তারা। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর টাউন হল মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শিক্ষা বোর্ডের দিকে রওনা হন। সেখানে তারা ঘোষিত ফল বাতিল করে এসএসসির ফলাফল অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল ঘোষণার দাবি জানান।

পরে শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের ভেতরে রেখে মূল গেটে তালা ঝুলিয়ে দেন। বিকেল ৪টা পর্যন্ত গেটে তালা লাগিয়ে রাখার খবর পাওয়া যায়।

এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের বলেন, দাবিগুলো জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান- পরিস্থিতি ঠেকাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএইচ

Link copied!