Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রাম জেলা পুলিশের প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৮:৫১ পিএম


কুড়িগ্রাম জেলা পুলিশের প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

এসময় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং   সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, সকল থানা ও ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

ইএইচ

Link copied!