Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

থানচিতে আ.লীগ চেয়ারম্যানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

অক্টোবর ২৩, ২০২৪, ০১:৫৩ পিএম


থানচিতে আ.লীগ চেয়ারম্যানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সারাদেশে ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের অংশ হিসেবে বান্দরবানের থানচিতে সাবেক ফ্যাসিস্ট সরকারের উপজেলা ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা শিল্প একাডেমি মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আদিবাসী ছাত্র, যুব সমাজ ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্যাসিস্ট সরকারের সাবেক উপজেলা ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনের শেষে দুর্নীতি দমন কমিশনের বরাবরের সমন্বয়ক সূর্য কুমার ত্রিপুরা, উক্যবু মারমা, মংমে মারমা, রেইহাই ম্রো ও  উথোয়াইংসা মারমা স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রদান করা হয়।

তাদের দাবি, সকল দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের সুস্থ তদন্ত করতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের নির্বাচনের আগে এবং পরে অর্থ ও সম্পদের পরিমাণ হিসাব তদন্ত করতে হবে। সকল চেয়ারম্যান এর সকল প্রকল্পের হিসাবে নিয়ে দ্রুত তদন্ত করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যানদের ভিজিডি ও ভিজিএফ এর বিষয়ে তদন্ত করতে হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুস্থ ভাবে তদন্ত করতে হবে। দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানদের গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদান করা দাবি জানানো হয়।

উক্যবু মারমা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমন্বয়ক মংসিংউ মারমা, অনাচন্দ্র ত্রিপুরা (কারবারি), সমন্বয়ক রেইহাই ম্রো, সমন্বয়ক সূর্য কুমার ত্রিপুরা ও সমন্বয়ক মংমে মারমা প্রমুখ।

বিআরইউ
 

Link copied!