Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০২:২৯ পিএম


নান্দাইলে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ১২২নং বীরঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রহিমা বেগমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে গ্রামীণ সড়কে ওই প্রধান শিক্ষককে দ্রুত অন্যত্র বদলির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধান শিক্ষক মোছা. রহিমা বেগমের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন- বিদ্যালয়ের জমিদাতা সদস্য নূর মোহাম্মদ ভূট্টো, সাইফুল ইসলাম, সনজু মিয়া, আজহারুল ইসলাম ও অভিভাবক সদস্য রুকন উদ্দিন মাহমুদ, শাহজাহান ভূইয়া প্রমুখ।

ইএইচ

Link copied!