Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাগাতিপাড়ায় আশা শিক্ষা কর্মসূচির মতবিনিময়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০২:৩৬ পিএম


বাগাতিপাড়ায় আশা শিক্ষা কর্মসূচির মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় আশা শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির অভিভাবকদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার লক্ষ্মণহাটী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. পারভেজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, আশার ডিস্ট্রিক ম্যানেজার মো. সেলিম রেজা।

সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম জজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আশার সিনিয়র আরএম মো. আশরাফুজ্জামান চৌধুরী, এডুকেশন অফিসার মুজতানিবাহ জাহান মাশরেকা, বাগাতিপাড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট, সহকারী শিক্ষক মওদুদসহ অভিভাবকদের কয়েকজন।

এছাড়া আশা মালঞ্চি ব্রাঞ্চের আয়োজনে অভিভাবক মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন, মালঞ্চি ব্রাঞ্চ ম্যানেজার মো. আহসান হাবিব, শিক্ষা সুপারভাইজার মো. মাহাবুবুর রহমানসহ ওই ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক, বাগাতিপাড়া স্মার্ট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, অভিভাবক এবং শিক্ষার্থী।

ইএইচ

Link copied!