Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ভোলা জেলা প্রশাসন

পরাণ আহসান, ভোলা

পরাণ আহসান, ভোলা

অক্টোবর ২৩, ২০২৪, ০২:৫৪ পিএম


ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ভোলা জেলা প্রশাসন

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন।

বুধবার সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য দেন জেলা প্রশাসক আজাদ জাহান।

দানা মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে জেলায় ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেড-ক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার স্বেচ্ছাসেবী।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় নগদ নয় লাখ টাকা, সাড়ে ৩০০ প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য এবং সাড়ে পাঁচ মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে।

এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে জেলার ৭৮৯টি আশ্রয়কেন্দ্র ও ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে জেলাজুড়ে বৃষ্টিপাত হয়েছে।

ইএইচ

Link copied!