Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৩:০১ পিএম


পূর্বধলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা মারা গেছেন।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-হিরণপুরের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) অমিত হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!