Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৩:৩৩ পিএম


রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা রাণীশংকৈল উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ে নবাগত প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) ইশরাত ফারজানা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্নিকা আক্তার, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকারসহ উপজেলায় কর্মরত দুটি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!