Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৩:৩৭ পিএম


ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

ফরিদপুর জেলা বিশেষ টাস্কফোর্সের পক্ষ থেকে পেঁয়াজের আড়তে অভিযানে পরিচালনা করা হয়েছে।

পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের জরিমানা করা হয়।

বুধবার দুপুরে সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজ আড়তে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তর।

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সালথার ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়ত বিশেষ টাস্কফোর্স কর্তৃক পেঁয়াজের আড়তে বাজার দর সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইজাজুল হক ক্রয়-বিক্রয় ভাউচার না থাকার অপরাধে পেঁয়াজের আড়ত মোল্লা ট্রেডার্সের মালিক মো. বাশার মোল্লাকে ৫০০০ টাকা এবং হোসেন ট্রেডার্সের মালিক মো. হোসেন শেখকে ৫০০০ টাকা জরিমানা করেন।

এছাড়াও বিশেষ টাস্কফোর্সের অংশ হিসেবে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পেঁয়াজের আড়ত রাবেয়া এনটারপ্রাইজের মালিক মো. বাহাদুর বিশ্বাসকে ৩০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী এবং বেপারীদেরকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!