Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে নির্যাতিত প্রধান শিক্ষিকার পক্ষে স্বামীর সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৪:১১ পিএম


রামপালে নির্যাতিত প্রধান শিক্ষিকার পক্ষে স্বামীর সংবাদ সম্মেলন

বাগেরহাটের রামপালে নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী মো. রবিউল আলম খোকন।

বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব রামপালের অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আলম খোকন জানান, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন প্রতিপক্ষ।

তিনি জানান, আমার স্ত্রী খাদিজা খাতুন বিগত সময়ে প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের জিঘাৎসার শিকার হয়েছিলেন। আমি, আমার স্ত্রী খাদিজা ও সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে ৭-৮ বছর পূর্বে বাড়ি থেকে পালিয়ে আসি। এখনো পর্যন্ত বাড়িতে ফিরতে পারিনি। যা সবাই জানেন এবং পত্রপত্রিকায় লেখালেখি করেছিলেন।

আমার স্ত্রী আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কখনো কোন দিন কোন দাপট দেখাননি। তার বিরুদ্ধে আনিত কন্টিজেন্সি বিল, স্লিপ গ্রান্ট, রুটিন মেইনন্টেইন, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নহে। তিনি বিদ্যালয়ে বরাদ্দকৃত কোন অর্থই আত্মসাৎ করেননি।

প্রকৃত ঘটনা হচ্ছে বিগত সময়ে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিরোধ সৃষ্টি হয়।

এ কারণে একটি পক্ষের লোকজন ভুল বুঝে আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি প্রকৃত সত্যি ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করেন।

ইএইচ

Link copied!