Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

নাটোরে এইচপিভি টিকা পাবে ৭৭ হাজার ৫০০ কিশোরী

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৪৭ পিএম


নাটোরে এইচপিভি টিকা পাবে ৭৭ হাজার ৫০০ কিশোরী

নাটোরে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান।

এ সময় জরায়ুমুখে ক্যান্সারের কারণ ও টিকাদান কর্মসূচি নিয়ে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাসেল।

সভায় বক্তারা বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে নাটোর পৌরসভা এলাকাসহ জেলার ৭টি উপজেলায় ৭৭ হাজার ৫৮৮ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

জেলার মোট ১ হাজার ৬০০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ৫৮০ টি কমিউনিটি ইপিআই কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

এ টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে।

ইএইচ

Link copied!