Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় এইচপিভি টিকা পাবে ৭ হাজার ৪৮৪ জন কিশোরী

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৫৬ পিএম


মাটিরাঙ্গায় এইচপিভি টিকা পাবে ৭ হাজার ৪৮৪ জন কিশোরী

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে   ৭, ৪৮৪ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এইচপিভি টিকা (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হবে।

জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত বলেন, বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন। বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলায় প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।

মাটিরাঙ্গা উপজেলার ১টি পৌরসভা  ৭টি ইউনিয়নে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৮২টি কেন্দ্রে  ৭ হাজার ৪৮৪ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আল আমিন হালদার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান টিকাদান কেন্দ্রের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!