Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৫:০২ পিএম


সোনারগাঁয়ে চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চুন তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার দুপুরে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার আতাউর রহমান নামের এক ব্যক্তির চুন তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ম্যানেজার সাকিল মন্ডল, এসআই সেলিম আহমেদসহ পুলিশ সদস্য ও তিতাসের কর্মকর্তারা।

সাকিল মন্ডল জানান, দীর্ঘদিন যাবত পিরোজপুর এলাকায় তিতাসের মেইন লাইন থেকে ৫০০ ফুট দূরে অবৈধভাবে সংযোগ নিয়ে চুন তৈরির কারখানা চালিয়ে আসছিলো। তাই অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!