Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

অক্টোবর ২৩, ২০২৪, ০৫:০২ পিএম


সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে সাহাদত হোসেন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১০,২০০ (দশ হাজার দুইশো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করে সাঘাটা থানায় নিয়ে আসে।

পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ মূলে সাঘাটা থানায় ৩৬(১)সারণির ১০(গ) জি আর ১৪৭ মামলা রুজু করে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করেন সাঘাটা থানা পুলিশ।

এ ব‍্যপারে সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানার সাথে কথা  হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিআরইউ
 

Link copied!