ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৩৫ পিএম
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৩৫ পিএম
পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা আটকিয়ে ট্রাকে জ্বালানি কাঠ ও ডাব লোড আনলোড করায় যানচলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীসহ সাধারণ জনগণ।
জানা যায়, পিরোজপুর-পাড়েরহাট-ইন্দুরকানী-কলারন সন্নাসী সড়কের বিশাল অংশজুড়ে জমজমাট হয়ে উঠেছে গাছের গুঁড়ি ও ডাব ব্যবসা। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সড়ক ব্যবহারকারী যানবাহন চালক ও স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীসহ সাধারণ জনগণ।
ইন্দুরকানী থেকে ঢাকা খুলনা বরিশালসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের প্রধান সড়ক এটি। সড়কটিতে বিভিন্ন বৈধ অবৈধ যানবাহন চলাচল করে এবং শত শত স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে থাকেন। তাছাড়া সড়কটির প্রস্থতা কম থাকায় যান চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়।
অটোগাড়ি ড্রাইভার ইমাম, মিজান, শাহিন, বাদলসহ অনেকে জানান, রাস্তা আটকিয়ে ট্রাকে জ্বালানি কাঠ ও ডাব ব্যবসায়ীরা লোড আনলোড করায় আমাদের ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে হয়। কেউ এ বিষয় ব্যবস্থা নিচ্ছে না।
জ্বালানি কাঠ ব্যবসায়ী মো. রবিউল, মারুফ, ফিরোজ জানান, আমরা নিজেদের অর্থায়নে রাস্তার পাশে কয়েকটি জায়গায় পয়েন্ট বানিয়ে নিয়েছি। যাতে রাস্তায় যানচলাচলের বিঘ্ন সৃষ্টি না হয়। ইন্দুরকানী থানার সাবেক ওসি কামরুজ্জামান মৌখিকভাবে অনুমতি দিয়েছে। ইন্দুরকানীতে এই ব্যবসা থেকে ব্যবসায়ী ও শত শত শ্রমিক পরিবারগুলো বেঁচে আছে।
পিরোজপুর নির্বাহী প্রকৌশলী সওজ ও সড়ক বিভাগের কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, সড়কে কোন ধরনের ট্রাক বা কাভার্ডভ্যান রেখে পণ্য লোড-আনলোড করার সুযোগ নেই। কিন্তু পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় সড়কের উপরে কিছু ব্যবসায়ী অবৈধভাবে গাড়িতে পণ্য লোড-আনলোড করেন এই বিষয় বিভিন্ন সময়ে অনেকবার আলোচনা করা হলেও কোন ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
তবে প্রশাসনিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইএইচ