Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৩৯ পিএম


হাটহাজারীতে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থসহ নানান অনিয়মের দায়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার চৌধুরীহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আব্দুল শুক্কুরকে দেড় হাজার, মো. সুমনকে দেড় হাজার, মো. রাশেদ মিয়াকে দেড় হাজার, মোহাম্মদ  ইকবালকে দেড় হাজার, মো. এরশাদকে দেড় হাজার, ও মো. মুর্শেদকে দেড় হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, বাজার মনিটরিং করার সময় বাজারে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না প্রকাশসহ অন্যান্য কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুজন কানুনগো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!