Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৪৫ পিএম


রাজবাড়ীতে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ীতে ৪ দফা দাবিতে ক্লাস বর্জন করে ম্যাটস শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার দুপুরে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন প্লেকার্ড সম্বলিত বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক, সিভিল সার্জনের নিকট স্মারকলিপি প্রদান করে।

রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, প্রধান সমন্বয়ক মো. রকি শেখ, ইন্টার্ন সমন্বয়ক মো. আশিক আলম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ শেখ, রাজবাড়ী ম্যাটসের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে ১০ম গ্রেডে শুন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চাই। অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্ন শিপ চাই।

স্তাবিত অ্যালাইট হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চাই। অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

ইএইচ

Link copied!