Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৬:০৭ পিএম


তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনার দাবিসহ দ্রুত নির্বাচনের দাবি জানান।

বিক্ষোভে ও সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।পরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি।

ইএইচ

Link copied!