Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নান্দাইলে ছাত্রদলের বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৬:২৭ পিএম


রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নান্দাইলে ছাত্রদলের বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ইয়াসের খান চৌধুরী তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হয়ে নতুন বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন- নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, যুগ্ন-আহ্বায়ক আনিসুর রহমান বাবু, নাজিম উদ্দিন ভুঁইয়া নাদিম, উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়া আহমেদ রুবেল রানা।

বক্তারা বলেন- রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ইএইচ

Link copied!