Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালপুরে রাস্তা পারাপারের সময় শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৬:৫০ পিএম


লালপুরে রাস্তা পারাপারের সময় শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় ইমা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার তিলকপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইমা উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরানের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

নিহত ইমার বাবা ইমরান জানান- ভাটপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪ বছর যাবৎ ইমা তার নানা নানির কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারি সড়ক দুর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।

ইএইচ

Link copied!