Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সংবাদ সম্মেলন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৬:৫৪ পিএম


খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সংবাদ সম্মেলন

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার দুপরের দিকে খাগড়াছড়ি কলাবাগান এলাকায় ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া  বলেছেন-  তার দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চক্র এবং একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে দেওয়া তার বক্তব্যের খণ্ডিত অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ওয়াদুদ ভুঁইয়া আরও বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা ও আবু তালেবসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!