Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুর শহরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৭:৩০ পিএম


চাঁদপুর শহরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন মিয়াজী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

জানা যায়, মনির হোসেন মোটরসাইকেল নিয়ে গাছতলা এলাকায় যাওয়ার পথে চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকায় আসলে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারের সাবেক মুদি ব্যবসায়ী মৃত বিল্লাল মিজির একমাত্র ছেলে। তার বাড়ি চাঁদপুর পৌর এলাকার ১৩নং ওয়ার্ডের তরপুরচণ্ডীতে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ মর্গে রাখা হয়েছে, ট্রাক এবং মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!