Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

সাবেক আইজিপি-র‍্যাবের ডিজিসহ ১৮ জনের নামে মানবপাচারের মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৮:১৬ পিএম


সাবেক আইজিপি-র‍্যাবের ডিজিসহ ১৮ জনের নামে মানবপাচারের মামলা

দিনাজপুরে পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহম্মেদসহ ১৮ জনকে আসামি করে মানবপাচারের মামলা করেছেন মো. আতিউল্লাহ সরকার নামে পার্বতীপুরের এক যুবক।

মামলার বাদী মো. আতিউল্লাহ সরকার পার্বতীপুর উপজেলার শেরপুর (তেলিপাড়া) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে ও পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম।

আসামিদের মধ্যে ৫ জন ছাড়া সবাই পুলিশ ও র‍্যাবের সদস্য।

বুধবার দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হুমায়ুন কবিরের আদালতে এই মামলাটি করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এজাহার হিসেবে গণ্য করার জন্য পার্বতীপুর থানাকে নির্দেশ দিয়েছেন। 

মামলার অন্য আসামিরা হলেন- আনিসুজ্জামান সরকার, আনোয়ার হোসেন, জামিল হোসেনক, লুৎফুর রহমান, তহুবার রহমান, র‍্যাবের এডিশনাল এসপি নূরে আলম, আনোয়ার হোসেন, র‍্যাবের এসআই সোহেল রানা, র‍্যাব-৫ এর পরিদর্শক সোহেল রানা, আশরাফ উল আলম, র‍্যাবের হাবিলদার মহসিন আলী, ল্যান্স নায়ক মাহবুবুর রহমান, কনস্টেবল হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, এসআই আনিসুর রহমান, এএসআই সোহেল রানা, এসআই মো. আনিছুর রহমান, পার্বতীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা ও রাজশাহীর রাজপাড়া থানার এসআই মোহাম্মদ মতিউর রহমান।

বাদীর পক্ষে ছিলেন দিনাজপুরের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টোসহ আরও ৮-৯ জন আইনজীবী।

ইএইচ

Link copied!