Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চৌগাছায় সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী খুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৫৫ পিএম


চৌগাছায় সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী খুন

যশোরের চৌগাছায় আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় শওকত আলী (৩২) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছে।

বুধবার উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে আরও ৩ জন।

নিহত শওকত আলী পুড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সুকপুকুরিয়া ইউনিয়ন শাখার বিএনপির কর্মী। এ ঘটনায় নিহতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের আওয়ামী লীগ কর্মী কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া (৩৫) তার ভাই ইউসুফ আলী (৩০) ও মৃত ওসমান আলীর ছেলে মুখতার হোসেন (৪০)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হবিবর রহমান বলেন, রাস্তা নির্মাণ কাজ আরও ৭-৮ দিন আগেই শেষ হয়েছে। ইউপি সদস্য নির্বাচনে কামাল হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিল মিজানুর রহমান। তাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এটা খুবই দুঃখজনক। দোষীদের আটক করতে পুলিশ প্রশাসনকে তিনি জোর অনুরোধ করেছেন।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!