Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে প্রতিবন্ধী ও অসচ্ছল ১৩ পরিবার পেল গবাদিপশু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

অক্টোবর ২৪, ২০২৪, ১২:৫৯ পিএম


মির্জাপুরে প্রতিবন্ধী ও অসচ্ছল ১৩ পরিবার পেল গবাদিপশু

দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবন্ধী ও অসচ্ছল ১৩ পরিবারকে গবাদিপশু বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রশিদ দেওহাটা এলাকায় আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিনের সার্বিক ব্যবস্থাপনায় টিমের সদস্যরা প্রতিবন্ধী পরিবারকে ১২ টি ছাগল ও অসচ্ছল পরিবারকে ১টি গবাদিপশু বিতরণ করেন।

Displaying IMG20241023164035_01.jpg

উল্লেখ্য, আর্ন এন্ড লিভের পক্ষ থেকে পড়াশোনার জন্য মির্জাপুরে স্কুল, চিকিৎসার জন্য সিলেটে মেডিকেল সেন্টার, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধী এবং পরিবারকে স্বাবলম্বী করার জন্য কম্পিউটার, গবাদিপশু, সেলাই মেশিন, বিতরন করে আসছে। এছাড়া অন্যান্য প্রজেক্টে রয়েছে টিউবওয়েল, এতিম ও পথশিশুদের দেখাশোনাসহ গৃহনির্মাণ করে থাকেন।

বিআরইউ

Link copied!