Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ে এইচপিভি টিকা পাচ্ছে ২৯৫২ কিশোরী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

অক্টোবর ২৪, ২০২৪, ০১:৫৯ পিএম


কাপ্তাইয়ে এইচপিভি টিকা পাচ্ছে ২৯৫২ কিশোরী

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে শুরু হলো কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে এ ক্যাম্পেইনটি শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারীরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন।

ক্যাম্পেইনে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯শত ৫২ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।

কাপ্তাই আরএমও ডা. ওমর ফারুক রনি জানান, জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল পড়ুয়া ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী অথবা স্কুলে যায় না এমন ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় ১ ডোজ টিকা নিতে পারবে।

তিনি আরো জানান, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। কাপ্তাই উপজেলার ২৯৫২ জন কিশোরী এইচপিভি টিকা পাবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া যেকোনো তথ্য সহযোগিতা জন্য বড়ইছড়ি হাসপাতাল এবং কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্পেশাল বুথ খোলা আছে।

বিআরইউ

Link copied!