পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০২:৪৮ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০২:৪৮ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ভারতীয় নাগরিক রনি দাস (৩২) ও তার সহযোগী হিসেবে বাংলাদেশি নাগরিক মো. সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন।
বুধবার দুপুর ২টার দিকে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) শফিটিলা বিওপির নায়েব সুবেদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ভারতীয় ব্যক্তির নাম রনি দাস (৩২)। তিনি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার দক্ষিণ রাজনগরের ললিত দাসের ছেলে। আটক বাংলাদেশি দালাল মো. সাইফুল ইসলাম (২৪) মাটিরাঙার বেলছড়ির ছনখোলাপাড়ার বাসিন্দা।
বিজিবি জানায়, বুধবার বিকালে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের খেদাছড়া ব্যাটালিয়নের অভিযানে দালালসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, শফিটিলা বিওপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান থেকে ভারতীয় নাগরিক রনি দাস ও দালাল সাইফুল ইসলামকে আটক করা হয়।
এ সময় রনির কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড ও আধার কার্ডের ছবি, দুটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৪ হাজার ৬০০ টাকা এবং দালাল সাইফুলের কাছ থেকে একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান, বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।
ইএইচ