Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৩৭ পিএম


বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা এবং হাত ধোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে পরিষদের বড়াল সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. এনায়েত হোসেন, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, সমবায় কর্মকর্তা ফয়জুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সবুর, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!