Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপাল থানার বিদায়ী ওসিকে প্রেসক্লাব রামপালের সম্মাননা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৪৬ পিএম


রামপাল থানার বিদায়ী ওসিকে প্রেসক্লাব রামপালের সম্মাননা

রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ সোমেন দাশকে প্রেসক্লাব রামপাল ও রামপালবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওসির কক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ওসি সোমেন দাশের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য রেজাউল শেখ, এইচ আমিনুল হক নান্টু, সুখময় ব্রম্ম, হারুন শেখ, হাফিজুর রহমান, নাঈম গাজী, মুরর্শিদা পারভীন, শেখ সাগর আহমেদ, তুহিন মোল্লা, প্রমুখ।

বিদায়ী ওসি সোমেন দাশ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, রামপালবাসী আন্তরিকভাবে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। যে কারণে নির্বিঘ্নে আমার সকল কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি। আপনাদের এই সহযোগিতার জন্য আমি গর্বিত। আপনাদের অনুপ্রেরণা আমাকে আগামীর জীবনের চলার পথকে উদ্বুদ্ধ করবে।

ইএইচ

Link copied!