নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৫৪ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৩:৫৪ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকায় বাসিন্দা মানসিক প্রতিবন্ধী ছামিনা বেওয়া (৫০)। নেই জমি কিংবা থাকার ঘর।
স্বামী থাকলেও হারিয়েছেন তাকেও। এখন অনেকটা ভাসমান মানুষের মতো। অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে কোনোমতে বসবাস তার। শীত ও বর্ষায় গুটেশুটে অতিকষ্টে থাকছেন সেখানে।
স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী ছামিনা অনেকটা সিজনাল মানসিক প্রতিবন্ধী। বছরের অর্ধেকটা সময় কোথায় কীভাবে থাকেন কিংবা কাকে কী বলেন তার ঠিক নেই। আর বাকিটা সময় কাটান প্রায় স্বাভাবিকের মতোই। তার বিয়ে হয়েছিল এক ভিক্ষুকের সাথে।
সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে থাকলেও ছেলেটা ছোট বেলাতেই কোথায় হারিয়ে যায় বলতে পারেন না। মেয়ে আর স্বামীকে নিয়েই ছিল তার সংসার। নিজের সহায় সম্বল না থাকায় দুধকুমার নদের ওয়াপদা বাঁধের কিনারে অতিকষ্টে জীবন যাপন করতেন হতদরিদ্র এই ছোট্ট পরিবারটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০২০ সালের শেষ দিকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় স্বামী। মানসিক বিপর্যস্ত হলেও মেয়েকে নিয়ে দিশাহারা হয়ে পড়েন একা হয়ে। কারণ মেয়ের বিয়ের বয়স হয়েছে। এরপরও স্থানীয়দের সহযোগিতায় ২ বছর আগে মেয়ের বিয়ে দিয়ে মাতৃত্বের দায় সেরেছেন তিনি।
সব হারিয়ে এখন যাযাবর জীবনযাপন তার। দুধকুমার নদের ওয়াপদা বাঁধে আশ্রয়স্থল থাকলেও এরই মধ্যে শুরু হয় নদের বাঁধ পূঃনির্মাণ প্রকল্পের কাজ। অর্থাভাবে সরাতে পারেনি তার আশ্রয়ের ঘরটাও। কিন্তু ছামিনার পুনর্বাসনের ব্যবস্থা না করেই সেই আশ্রয়স্থলটুকুও এসকাবেটর মেশিন (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। ভেঙে চুরমার হয় তার স্বপ্নের নীড়। আজ এখানে তো কাল আর এক জায়গায় যাযাবর জীবনযাপন করতে থাকেন ছামিনা।
তার এ অবস্থা দেখে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মিনাবাজার এলাকায় অন্যর জমিতে একটি ঝুপড়ি ঘর তুলে দিয়ে সেখাইে থাকতে দেন এলাকাবাসী। তবে সেখানেও নেই স্যানিটেশন ব্যবস্থা ও টিউবওয়েল। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় পলিথিনে ঢাকা ঘরে অতিকষ্টে দিন কাটাচ্ছেন তিনি।
ছামিনা বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি অনেকটা অসহায়ত্ব আর আকুতির সুরে জানান, একটা ঘরের ব্যবস্থা হলে তার খুবই উপকার হবে। কিছুটা স্বস্তিতে ঘুমাতে পারবেন স্বপ্নের নীড়ে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা ইউনিটের প্রচার সমন্বয়ক মামুনুর রশীদ মামুন জানান, পূর্ববর্তী সরকার ভূমিহীন জনগণের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করেই খাস জমি থেকে তাদের উচ্ছেদ করেছে। যার ফলে ছামিনা বেওয়ার মতো আরও অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা জোর দাবি জানাই সরকারিভাবেই এদের সবার নিরাপদ আবাসনব্যবস্থা নিশ্চিত করা হোক। এছাড়াও সরকারি ও বেসরকারিসহ সমাজের দানশীল মানুষদের সুদৃষ্টি কামনাও করেন তিনি।
ইএইচ