Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নাগরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৪:২৯ পিএম


নাগরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘রুখবো দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নাগরপুরের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে এ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় টাঙ্গাইল মো. শাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূইয়া, সদস্য জাহানারা আক্তার, মো.সালাউদ্দিন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুলহুদা।

উল্লেখ্য, বির্তক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে শহীদ শাসছুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জরিপন নেসা বালিকা স্কুল এন্ড কলেজের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিচারকগণ শহীদ শামছুল হক পাইলট উচ্চ বিদ্যালয়কে ঘোষণা করেন।

ইএইচ

Link copied!