ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৪৯ পিএম
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৪৯ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে গর্ভবতী মায়েদের নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজন বৃহস্পতিবার সকাল সিডিপি প্রাঙ্গণে সিডিপির ম্যানেজার মোসা. শারমিন নাসরিনের সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিডিসির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১৪০ জন গর্ভবতী মায়েদের নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়।
ইএইচ