Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৫৩ পিএম


আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

এর আগে বুধবার বিকেল ডিএমপির কামরাঙ্গীরচর ও সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাতদলের মূলহোতা রফিক (৪০), সে কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার আব্দুল হামিদের ছেলে, শরীয়তপুর জেলার পালং থানার চরসন্ধী এলাকার মৃতঃ জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ডিএমপির কদমতলী এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০), ও ফরিদপুর জেলার বোয়ালমারী কুন্দাইদা এলাকার মো. শামছুলের ছেলে মো. রুবেল (৩০)। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করছিল।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের দলের সর্দার রফিক। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!