Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে দণ্ডপ্রাপ্তসহ চার আসামি কারাগারে

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৩২ পিএম


রাউজানে দণ্ডপ্রাপ্তসহ চার আসামি কারাগারে

চট্টগ্রামের রাউজান উপজেলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

রাউজান থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মো. মোরশেদুল আলম (৪৮) ও পরোয়ানাভুক্ত আসামিকে মো. রফিককে (৫২) গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার বিকাল পৌনে ৩টায় রাউজানে দুই বখাটে ইভটিজিং করায় সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে আহত হয়েছে এক স্কুলছাত্রী। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নস্থ বদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত দুই বখাটে হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব সরফভাটা গ্রামের আবু ছালেক (৩২) ও একই এলাকার মো. ইয়াছিন (১৮)।  

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, স্কুলছাত্রী গাড়ি থেকে লাফ দেওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বখাটেকে আটক করে। ইভটিজিং এর দায়ে দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুইজনসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!