Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৩৭ পিএম


টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানা

টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যে বৃদ্ধি রোধ, পণ্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় চারজন দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার পৌর শহরের পার্ক বাজারের পাইকারি ও খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার।

অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং পণ্য বিক্রির মূল্যে তালিকা টাঙানো না থাকার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিককে সতর্ক করা হয়।

অভিযানে সিনিয়র সহকারী কমিশনার মো. রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার মো. মোহাইমিনুল ইসলাম, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব শিকদার শাহীনুর আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!