Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৬:৫৭ পিএম


বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংগঠনে সদস্য ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সমাজসেবক ও জেলা বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী।

সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সদস্য ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।

আরও বক্তব্য দেন- বাংলাদেশে মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, সদস্য আলী উবায়েদ ইমন, সদস্য মোতাহের আলীসহ অন্যরা।

পরে অতিথিরা সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ইএইচ

Link copied!