Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি-মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৭:১২ পিএম


কুড়িগ্রামে সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি-মানববন্ধন

‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন করেছে কুড়িগ্রামের জলবায়ু কর্মীরা।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে ইউনিসেফের সহায়তায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজনে র‌্যালি ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, সদস্য স্বপন সরকার, রিফাত সরকার, জান্নাতুল তুহরা তন্নী, ইউনিসেফ’র শিশু সাংবাদিক জয় ইসলাম প্রমুখ।

এ সময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন করেন এবং ‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’স্লোগানকে মুখরিত ছিলেন।

পরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!