Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুলিশ সুপারের বিশেষ বার্তা

নোয়াখালীতে কনস্টেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৭:৫২ পিএম


নোয়াখালীতে কনস্টেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ

নোয়াখালীতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর সম্পূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি মো. ময়নুল ইসলামের নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক আগ্রহী প্রার্থী ও তাদের পরিবারের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।

জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার বিকালে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসির সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, সেপ্টেম্বর-২০২৪ এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও স্বাস্থ্য ও লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাসহ সম্পূর্ণ কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী  পুলিশ সুপারের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন  মো. আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার নোয়াখালীসহ নোয়াখালী জেলার রিজার্ভ অফিস সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা।

পরবর্তীতে পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশে পুলিশের মিডিয়া সেল থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, পুলিশ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। চাকরির জন্য সরকারি নির্ধারিত ফ্রি বাড়তি কোন টাকা লাগবে না, কোন দালাল বা প্রতারকের সাথে অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার অনুরোধ করা হয় বার্তায়।

ইএইচ

Link copied!