Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারের রামুতে অস্ত্রসহ নারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৮:৪৫ পিএম


কক্সবাজারের রামুতে অস্ত্রসহ নারী আটক

কক্সবাজারের রামুতে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে রামু থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে রামু থানার একটি বিশেষ টিম তথ্যের ভিত্তিতে দক্ষিণ মিঠাছড়ি ইউপির অন্তর্গত উমখালী বড়ুয়া পাড়া রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে ইটের রাস্তার উপরে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তৃষা বড়ুয়াকে (৩২) আটক করে।

আটক তৃষা বড়ুয়া দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের উমখালীর বাসিন্দা সনজিদ বড়ুয়া প্রকাশ সোনাইয়্যার স্ত্রী।

আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক ১ ও পলাতক আসামির বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!