Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৮:৫৭ পিএম


ব্রহ্মপুত্রের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কয়েকশ মানুষ নৌকা যোগে এসে জেলা শহরের সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য দেন, ভাঙন কবলিত এলাকার নাগর আলী, বিদ্যুৎ প্রামানিক ও ফজলুল হকসহ অন্যান্য ভুক্তভোগীরা।

বক্তারা জানান, এ বছর ব্রহ্মপুত্রের ভাঙ্গনে শৌলমারী ইউনিয়নের সুখের বাতি, উত্তর বাউরিয়া ও ঘুঘুমারিসহ অন্যান্য এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো শতশত পরিবারের ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়ে যাবে।

এ অবস্থায় ভাঙ্গনরোধে ব্যবস্থা নিয়ে সরকারের প্রধান  উপদেষ্টাসহ পানি সম্পদ উপদেষ্টার দৃষ্টি কামনা করেন তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

ইএইচ

Link copied!