পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৯:১৪ পিএম
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪, ০৯:১৪ পিএম
নওগাঁর পত্নীতলায় দুই কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নয়ন হোসেন (৩৮) মাদক ব্যবসা সাথে জড়িত ছিল। তার বাড়ি ওই ইউনিয়নের ফহিমপুর গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২ কেজি ওজনের গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানা ওসি (তদন্ত) আবু সালেহ বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নয়ন হোসেনের নামে মামলা রেকর্ড করা হয়েছে থানায়। আসামিকে বৃহস্পতিবার বিকালে নওগাঁ কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ইএইচ