Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

নাটোর জজ কোর্টের জিপি হলেন আবুল কালাম

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

অক্টোবর ২৫, ২০২৪, ০৫:১৯ পিএম


নাটোর জজ কোর্টের জিপি হলেন আবুল কালাম

নাটোর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাগাতিপাড়ার সন্তান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাগাতিপাড়া উপজেলার দয়াতামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামের বদিউর রহমানের ছেলে।

আদেশে জানানো হয়, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এই আইন কর্মকর্তাকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশের মধ্যদিয়ে নাটোর জেলা জজ আদালত ছাড়াও জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেসকল পদে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরী ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করেন এবং ১৯৯১ সালে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। তখন থেকেই তিনি পুরো জেলায় নিরলসভাবে আইনি সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি এর আগেও ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিআরইউ

Link copied!