Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘লুটপাট ও দুর্নীতি করাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৪, ০৭:০৩ পিএম


‘লুটপাট ও দুর্নীতি করাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি’

লুটপাট ও দুর্নীতি করাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। কেউ প্রতিবাদ করলে সাধারণ মানুষকে অত্যাচার করছে, খুন করছে,  গুম করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সাধারণ মানুষ কোনো বিচার পায়নি, কারণ আইন আওয়ামী লীগের পকেটে ভরে রেখেছিল। 

শুক্রবার (২৫ অক্টোবর)  বিকালে শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ময়মনসিংহের জেলা উত্তর বিএনপি‍‍`র সদস্য ও  বিএনপি‍‍`র আন্তর্জাতিক বৈদেশিক কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী।  

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে না বলেই শেখ হাসিনা ও তার সহযোগী নেতাকর্মীরা দেশের সর্বত্র লুটপাট ও দুর্নীতি করে সাধারণ মানুষ ও শিশু হত্যা-গুম করে দেশ ছেড়ে পালাইছে। মানুষের পতন হয়, কিন্তু খুনি হাসিনার পতন, আজীবনের পতন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। তাই সকলকে বিএনপি‍‍`র পাশে থাকার জন্য আহ্বান জানান।  

এছাড়াও তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা‍‍`র ফাঁসি হলে তার কবর বাংলাদেশের মাটিতে যেন না হয়। দুর্নীতিবাজ শেখ হাসিনার কবর বাংলাদেশের মাটিতে দেওয়া হলে বাংলার জনগণ মনে কষ্ট পাবে। তাই শেখ হাসিনার কবর বিদেশের মাটিতে দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আহ্বান জানান।

নান্দাইল উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য রফিকুজ্জামান ভূইয়া মনির, উত্তর জেলার সদস্য উসমান গণি, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ময়মনসিংহ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মোড়ল, বিএনপি নেতা নাজমুল হাসান, নান্দাইল উপজেলা যুবদল নেতা আহ্বায়ক শাকিল মাহমুদ, নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক, যুগ্ম আহ্বায়ক আনিছূর রহমান বাবু, নাজিম উদ্দিন নাদিম, নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সিফাত উল্লাহ খান প্রমুখ।

এসময় নান্দাইল উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!