Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ছিনতাইকৃত ইজিবাইকসহ আটক ৪

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৪, ০৭:২০ পিএম


পূবাইলে ছিনতাইকৃত ইজিবাইকসহ আটক ৪

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।এ সময় ইজিবাইক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকরা হলেন, ছিনতাইকারী দলনেতা মো. রিপন মিয়া (২০), মো. আহসান উল্লাহ (২০),আলিফ আহম্মেদ (১৯),মো. সাকিব (১৯)।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে পূবাইল থানাধীন হায়দরাবাদ রমণী কুমার পৈত স্কুল এলাকায় এস আই রফিকুল ইসলাম টহল টিমসহ সকলে মিলে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের ৪ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো। তথ্য যাচাই বাছাই করে পূবাইল থানা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরএস

 

Link copied!