টাঙ্গাইল প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫১ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৪, ০৭:৫১ পিএম
টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকায় যুব ও নাগরিক ঐক্যের পথচলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকায় ছাতা মসজিদ সংলগ্ন যুব ও নাগরিক ঐক্যের অফিসে এ পথচলা শুরু হয়।
এসময় সরকারি সা`দত কলেজের সাবেক অধ্যাপক মতিনুজ্জামান মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন,।
উপস্থিত ছিলেন সমন্বয়ক মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ,নিলয় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্বাস বেতকা এলাকায় কোনো প্রকার মাদক, ইভটিজিং, জুয়া চলবে না। এই এলাকায় থাকতে হলে সবার সঠিক ভাবে আইন অনুযায়ী চলতে হবে। যে ব্যক্তি অবৈধ ভাবে কারো সাথে বেয়াদবি করবে আমরা সকলে তা প্রতিহত করবো।
অনুষ্ঠান শেষে দোয়া করেন বিশ্বাস বেতকা ছাতা মসজিদের ইমাম মাওলানা মুকাব্বির।
আরএস