Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি-সারজিস

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৪, ০৪:১৬ পিএম


পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি-সারজিস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এরপর তারা শহীদ আবু সাঈদের মৃত্যুর পর নির্মিত আধাপাকা ঘরে প্রবেশ করে শোকাহত বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমকে সান্ত্বনা দেন।

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন আইজিপি ও সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নেওয়া শেষে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর বেলা ২টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আইজিপি।

ইএইচ

Link copied!