Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:

অক্টোবর ২৬, ২০২৪, ০৪:৫৪ পিএম


গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)‍‍`র অভিযানে ফেনসিডিলসহ একলাছ মিয়া (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩, র‍্যাব-১২ এর সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এখলাছ মিয়া উপজেলার কাজিপুর গ্রামের মৃত আ. আজিজের ছেলে।

সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার আশরাফউল্লাহ সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস রিলিজ মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মাদক নিয়ে এক ব্যক্তি কাজিপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বামন্দির দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট এলাকায় র‍্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এখলাছ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, ওই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

বিআরইউ

Link copied!