Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৪, ০৪:৫৯ পিএম


বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন

বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মো. মোজদার হোসেন, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আলমগীর হোসেন মিয়া।

বক্তব্য দেন, গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহফুজ বাজ্জাজ প্রমুখ।

এর আগে প্রধান অতিথি গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

প্রধান অতিথি ড. মো. মাহমুদুর রহমান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম ও ভুট্টার বেশি বেশি করে আধুনিক জাতের বীজ উদ্ভাবন করতে হবে। এবং বিদেশি আমদানি নির্ভরতা কমাতে হবে।

উদ্ভাবিত বীজ প্রান্তিক পর্যায় কৃষকদের মাঝে ছড়িয়ে দিলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ইএইচ

Link copied!