Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদরাসার প্রিন্সিপালের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২৪, ০৫:২২ পিএম


মাদরাসার প্রিন্সিপালের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আবদুল হক আল-আজাদের অপসারণ ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে সচেতন এলাকাবাসীর আয়োজনে শতাধিক ছাত্র-জনতার উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতিবাজ, নিপীড়ক ও অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ আবদুল হক আল আজাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। তিনি বিভিন্নভাবে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। টিউশন ফি, অনুদান, ফ্রম ফিলআপ ফি, ব্যাবহারিক পরীক্ষা ফি, সরকারি অনুদান, সিলেবাস ও সনদ বিক্রি, ইউনিক আইডি বাবদ টাকা, শিক্ষক নিয়োগে ঘোষ বাণিজ্য, নারী সহকর্মীদের শ্লীলতাহানিসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা তার দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানাই।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!